মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১১৩
- ঈমানের অধ্যায়
৩. তৃতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
১১৩। হযরত আবু দারদা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, আল্লাহ পাক তার সৃষ্টিকুলের প্রত্যেক বান্দার পাঁচটি বিষয় সম্পূর্ণরূপে সিদ্ধান্ত করে রেখেছেনঃ (১) আয়ু, (২) আমল, (৩) অবস্থানস্থল বা মৃত্যুর স্থান, (৪) চলাফেরা এবং (৫) রিযিক। (আহমদ)
كتاب الإيمان
باب الإيمان بالقدر - الفصل الثالث
عَن أبي الدرداد قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ فَرَغَ إِلَى كُلِّ عَبْدٍ مِنْ خَلْقِهِ مِنْ خَمْسٍ: مِنْ أَجَلِهِ وَعَمَلِهِ وَمَضْجَعِهِ وَأَثَرِهِ وَرِزْقِهِ . رَوَاهُ أَحْمَدُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান