মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১২৩
- ঈমানের অধ্যায়
৩. তৃতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
১২৩। হযরত আবুদ দারদা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে বসে (দুনিয়ায়) যা কিছু হচ্ছে তা নিয়ে আলাপ-আলোচনা করছিলাম। তিনি বললেন, তোমরা কোন পাহাড় স্বস্থান হতে সরে যাওয়ার কথা শুনলে বিশ্বাস করতে পার কিন্তু কারো জন্মগত স্বভাবের পরিবর্তন ঘটেছে শুনলে বিশ্বাস করো না। কারণ সে সেইদিকেই ঝুঁকে থাকবে, যার উপর তাকে পয়দা করা হয়েছে। -আহমদ
كتاب الإيمان
باب الإيمان بالقدر - الفصل الثالث
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَذَاكَرُ مَا يَكُونُ إِذْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِذَا سَمِعْتُمْ بِجَبَلٍ زَالَ عَن مَكَانَهُ فصدقوا وَإِذَا سَمِعْتُمْ بِرَجُلٍ تَغَيَّرَ عَنْ خُلُقِهِ فَلَا تصدقوا بِهِ وَإنَّهُ يَصِيرُ إِلَى مَا جُبِلَ عَلَيْهِ . رَوَاهُ أَحْمَدُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান