মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৪৬
- ঈমানের অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৪৬। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) একটি কাজ করলেন। (অর্থাৎ সফরে রোযা ভঙ্গ করলেন)। আর তা করার জন্য অপর লোকদেরকেও অনুমতি দিলেন। তা সত্ত্বেও কিছু লোক তা থেকে বিরত থাকল। এই সংবাদ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পৌঁছলে তিনি খুৎবাহ দিলেন। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন। তারপর বললেন, সেইসব লোকের কি হল, যারা আমি যে কাজ করি তা হতে বিরত থাকে? আল্লাহর কসম! তাদের তুলনায় আমি আল্লাহ পাককে অধিক জানি এবং তাদের তুলনায় তাঁকে বেশী ভয় করি। - বুখারী, মুসলিম
كتاب الإيمان
بَابُ الْإِعْتِصَامِ بِالْكِتَابِ وَالسُّنَّةِ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَرَخَّصَ فِيهِ فَتَنَزَّهَ عَنْهُ قَوْمٌ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَطَبَ فَحَمِدَ اللَّهَ ثُمَّ قَالَ: «مَا بَالُ أَقْوَامٍ يَتَنَزَّهُونَ عَنِ الشَّيْءِ أَصْنَعُهُ فَوَاللَّهِ إِنِّي لأعلمهم بِاللَّه وأشدهم لَهُ خشيَة»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)