মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩- ইলমের অধ্যায়
হাদীস নং: ২১৩
- ইলমের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৩। হযরত আবু উমামাহ বাহেলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, (একদা) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট দু'জন লোক সম্পর্কে আলোচনা করা হল। তাদের একজন হল আবেদ। আর একজন আলিম। (এদের মধ্যে কার ফজীলত বেশী?) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আবেদের উপর আলিমের ফজীলত এইরূপঃ যেমন আমার ফজীলত তোমাদের মধ্যে নিম্ন পর্যায়ের একজন সাধারণ লোকের উপর। এর পর রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করলেন, আল্লাহ্ তা'আলা তাঁর ফিরিশতাগণ এবং আসমান যমিনের অধিবাসীগণ এমন কি গর্ভের পিপীলিকা এবং মৎস্য পর্যন্ত ইলম শিক্ষাদানকারীর জন্য দুআ করে থাকে। -তিরমিযী
كتاب العلم
اَلْفَصْلُ الثَّانِيْ
وَعَن أبي أُمَامَة الْبَاهِلِيّ قَالَ: ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ أَحَدُهُمَا عَابِدٌ وَالْآخَرُ عَالِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى معلم النَّاس الْخَيْر» . رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حسن غَرِيب