মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ২৯২
- পাক-পবিত্রতার অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২৯২। হযরত ছাওবান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তােমরা (কাজের ক্ষেত্রে) যথারীতি ঠিক থাকবে। অবশ্য তোমরা (সর্বক্ষেত্রে) তদ্রূপ ঠিক থাকতে পারবে না। তবে জেনে রেখো যে, তোমাদের সকল কাজের মধ্যে নামায হল সর্বোত্তম। (আর নামাযের জন্য প্রয়োজন উত্তম অজুর) কিন্তু পূর্ণ মু'মিন ব্যতীত কেউই অজুর যাবতীয় রীতিনীতি রক্ষা করে না।
كتاب الطهارة
اَلْفَصْلُ الثَّانِيْ
عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةُ وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ» . رَوَاهُ مَالِكٌ وَأَحْمَدُ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান