মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩০২
- পাক-পবিত্রতার অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - যে কারণে উযূ করা ওয়াজিব হয়
৩০২। হযরত আলী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি এমন ব্যক্তি ছিলাম, যার অতিরিক্ত মযি নির্গত হত; কিন্তু রাসূলুল্লাহ (ﷺ)-এর কন্যা আমার গৃহে থাকার কারণে আমি তাঁর নিকট (এ সম্পর্কে কিছু) জিজ্ঞেস করতে লজ্জাবোধ করতাম। এই কারণে আমি মিকদাদ (রাযিঃ)-কে এটা জিজ্ঞেস করার জন্য বললাম। সে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করল। তিনি বললেন, সে ব্যক্তি প্রথমে তার পুরুষাঙ্গ ধৌত করে তারপর অযু করবে। —বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ مَا يُوْجِبُ الْوَضُوْءَ
وَعَن عَليّ قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَكُنْتُ أَسْتَحْيِي أَنْ أَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَانِ ابْنَتِهِ فَأَمَرْتُ الْمِقْدَادَ فَسَأَلَهُ فَقَالَ: «يَغْسِلُ ذَكَرَهُ وَيتَوَضَّأ»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মজী নির্গত হলে অযু ভেঙ্গে যায়। যৌন উত্তেজনার সময় শরমগাহ থেকে যে পাতলা পানি বের হয় তাকে মজী বলে। এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৯)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)