মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৩৫
- পাক-পবিত্রতার অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৩৫। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেন, আমি একবার কোন প্রয়োজনে হাফসা (রাযিঃ)-এর গৃহের ছাদে উঠেছিলাম। তখন দেখলাম, রাসূলুল্লাহ (ﷺ) কিবলাকে পিছনে রেখে সিরিয়ার দিকে ফিরে তাঁর (প্রাকৃতিক) প্রয়োজন পূরণ করছেন। —বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ اَدَابِ الْخَلَاءِ
عَن عبد الله بن عمر قَالَ: ارْتَقَيْتُ فَوْقَ بَيْتِ حَفْصَةَ لِبَعْضِ حَاجَتِي فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقْضِي حَاجته مستدبر الْقبْلَة مُسْتَقْبل الشَّام
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)