মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩৬৪
- পাক-পবিত্রতার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৬৪। হযরত হুযায়ফা (রাযিঃ) বর্ণিত এ হাদীসটি সহীহ; নবী করীম (ﷺ) একদা কওমের ময়লা ফেলার স্থানে এলেন। অতঃপর তিনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন। কেউ কেউ বলেছেন যে, এটা ছিল ওযরবশত। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
عَنْ حُذَيْفَةَ قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سباطة قوم فَبَال قَائِما. . قيل: كَانَ ذَلِك لعذر