মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৪০
- পাক-পবিত্রতার অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৪০। হযরত আয়েশা (রাযিঃ) বলেছেন, আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) আমার এবং তাঁর মাঝখানে রাখা পাত্র হতে একসাথে গোসল করতাম। তিনি তাড়াতাড়ি করে আমার আগেই পানি নিতেন। আর আমি বলতাম যে, আমার জন্যও রাখুন, আমার জন্যও রাখুন। বর্ণনাকারিণী বলেন, তাঁদের বীর্যপাতকেন্দ্রিক গোসল করা অবস্থায় এরূপ হত। —বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ الْغُسْلِ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ بيني وَبَينه وَاحِد فَيُبَادِرُنِي حَتَّى أَقُولَ دَعْ لِي دَعْ لِي قَالَت وهما جنبان
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)