মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৪২
- পাক-পবিত্রতার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৪২। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লরাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন (পুরুষের) খাত্নার স্থল (স্ত্রীর) খাৎনার স্থলে প্রবেশ করবে তখন উভয়ের উপর গোসল ফরজ হবে। (আয়েশা (রাযিঃ) বলেন) আমার ও রাসূলুল্লাহ (ﷺ)-এর এরূপ হলে আমরা উভয়ে গোসল করতাম। –তিরমিযী, ইবনে মাজাহ
كتاب الطهارة
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ وَجَبَ الْغُسْلُ. فَعَلْتُهُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاغْتَسَلْنَا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَه