মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৪৪
- পাক-পবিত্রতার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৪৪। হযরত আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি নাপাকীর একচুল পরিমাণ স্থানও বাদ রেখে দিবে এবং তা ধৌত করবে না, তাকে আগুন দ্বারা এরূপ এরূপ সাজা দেয়া হবে। হযরত আলী (রাযিঃ) বলেন, সেদিন হতেই আমি আমার মাথার সাথে শত্রুতা করেছি। কথাটি তিনি তিনবার বললেন। —আবু দাউদ, আহমদ, দারেমী
كتاب الطهارة
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَرَكَ مَوْضِعَ شَعَرَةٍ مِنْ جَنَابَةٍ لَمْ يَغْسِلْهَا فعل بهَا كَذَا وَكَذَا من النَّار» . قَالَ عَليّ فَمن ثمَّ عاديت رَأْسِي ثَلَاثًا فَمن ثمَّ عاديت رَأْسِي ثَلَاثًا فَمِنْ ثَمَّ عَادَيْتُ رَأْسِي ثَلَاثًا. (رَوَاهُ أَبُو دَاوُدَ وَأَحْمَدُ وَالدَّارِمِيُّ إِلَّا أَنَّهُمَا لَمْ يُكَرِّرَا: فَمن ثمَّ عاديت رَأْسِي)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, জানাবাতের গোসলে শরীরের প্রতিটি পশমের গোড়ায় পানি পৌঁছানো আবশ্যক। একটি পশমের গোড়াও যদি শুকনা থাকে তাহলে গোসল হবে না এবং কিয়ামতের দিন তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। নাকের মধ্যে যেহেতু পশম রয়েছে সেহেতু জানাবাতের গোসলে নাকে পানি দেয়া জরুরী।