মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৪৮
- পাক-পবিত্রতার অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৪৮। হযরত উবাই ইবনে কা'ব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলে পাক (ﷺ) যে বলেছেন, গোসল ফরজ হয় বীর্যপাতের দরুনই। এই হুকুমটি ইসলামের প্রাথমিক যুগেই ছিল। তারপর তা রদ করে বলা হয়েছে যে, সঙ্গমে রত হলেই গোসল করতে হবে। চাই বীর্যপাত হোক বা না হোক। –তিরমিযী, আবু দাউদ, দারেমী
كتاب الطهارة
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: إِنَّمَا كَانَ الْمَاءُ مِنَ الْمَاءِ رُخْصَةً فِي أَوَّلِ الْإِسْلَامِ ثمَّ نهي عَنْهَا