মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৫২
- পাক-পবিত্রতার অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - নাপাক ব্যক্তির সাথে মেলামেশা
৪৫২। হযরত আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা [আমর পিতা] ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বললেন যে, রাতে তাঁর গোসল ফরজ হয়, (তখন তিনি কি করবেন] রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, তখন তুমি অজু করবে এবং তোমার পুরুষাঙ্গ ধৌত করবে, অতঃপর ঘুমাবে। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ مُخَالَطَةِ الْجُنُبِ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنه قَالَ: ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ ثُمَّ نم»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)