মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৫৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নাপাক ব্যক্তির সাথে মেলামেশা
৪৫৭।হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর অন্যতমা সহধর্মিনী (হযরত মায়মুনা) একটি গামলায় গোসল করলেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ) তা হতে অজু করার মনস্থ করলেন। স্ত্রী বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি অপবিত্র ছিলাম। তিনি বললেন, (অপবিত্র লোকের স্পর্শে) পানি অপবিত্র হয় না, (যদি তার হাতে অপবিত্র বস্তু না থাকে)। -তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ
كتاب الطهارة
عَن ابْنِ عَبَّاسٍ قَالَ اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ فَأَرَادَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن يَتَوَضَّأَ مِنْهُ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ جُنُبًا فَقَالَ «إِنَّ الْمَاءَ لَا يُجْنِبُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ. وَرَوَى الدَّارمِيّ نَحوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৫৭ | মুসলিম বাংলা