মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৬০
- পাক-পবিত্রতার অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নাপাক ব্যক্তির সাথে মেলামেশা
৪৬০। হযরত আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বাইতুলখালা অর্থাৎ শৌচাগার হতে বের হয়ে আমাদেরকে কুরআন পাঠ করাতেন এবং আমাদের সাথে গোশত ভক্ষণ করতেন। তাঁকে নাপাকী ব্যতীত কুরআন হতে কোনকিছুই বাধা দিতে পারত না। -আবু দাউদ, নাসায়ী
ইবনে মাজাহও এর অনুরূপ রেওয়ায়াত করেছেন।
كتاب الطهارة
وَعَن عَليّ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ مِنَ الْخَلَاءِ فَيُقْرِئُنَا الْقُرْآنَ وَيَأْكُلُ مَعَنَا اللَّحْم وَلم يكن يَحْجُبْهُ أَوْ يَحْجُزْهُ عَنِ الْقُرْآنِ شَيْءٌ لَيْسَ الْجَنَابَةَ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَرَوَى ابْنُ مَاجَهْ نَحوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান