মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৬৬
- পাক-পবিত্রতার অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নাপাক ব্যক্তির সাথে মেলামেশা
৪৬৬। হযরত নাফে' (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার আমি হযরত আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ)-এর সাথে তাঁরই কোন কাজে ইবন আব্বাস (রাযিঃ)-এর নিকট গিয়েছিলাম। অতঃপর তিনি তাঁর কাজ সমাধা করলেন। সেইদিন তার কথার মধ্যে এই কথাটি ছিলঃ তিনি বললেন যে, এক ব্যক্তি কোন এক গলিতে হ্যাঁটছিল এবং তথায় তার সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাক্ষাত হল। তিনি তখন পায়খানা বা প্রস্রাবখানা হতে বের হয়েছিলেন। সে তাকে সালাম করল; কিন্তু তিনি জবাব দিলেন না। এক পর্যায়ে লোকটি গলির মধ্যে চোখের আড়ালে চলে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) স্বীয় হস্তদ্বয় দেয়ালের উপর রেখে তা দ্বারা মুখমণ্ডল মাসেহ করলেন। তারপর আবার হাত রেখে তা দ্বারা দুইহাত মাসেহ করলেন। (অর্থাৎ তাইয়াম্মুম করলেন)। তারপর লোকটির সালামের জবাব দিলেন এবং বললেন, আমি অজুবিশিষ্ট ছিলাম না, যা তোমার সালামের জবাব দিতে আমাকে বাধা দিয়েছিল। -আবু দাউদ
كتاب الطهارة
وَعَنْ نَافِعٍ قَالَ: انْطَلَقْتُ مَعَ ابْنِ عُمَرَ فِي حَاجَة إِلَى ابْن عَبَّاس فَقَضَى ابْنُ عُمَرَ حَاجَتَهُ وَكَانَ مِنْ حَدِيثِهِ يَوْمَئِذٍ أَنْ قَالَ مَرَّ رَجُلٌ فِي سِكَّةٍ مِنَ السِّكَكِ فَلَقِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ خَرَجَ مِنْ غَائِطٍ أَوْ بَوْلٍ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى كَادَ الرَّجُلُ أَنْ يَتَوَارَى فِي السِّكَّةِ ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيْهِ عَلَى الْحَائِطِ وَمَسَحَ بِهِمَا وَجْهَهُ ثُمَّ ضَرَبَ ضَرْبَةً أُخْرَى فَمَسَحَ ذِرَاعَيْهِ ثُمَّ رَدَّ عَلَى الرَّجُلِ السَّلَامَ وَقَالَ: «إِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرُدَّ عَلَيْكَ السَّلَامَ إِلَّا أَنِّي لَمْ أَكُنْ على طهر» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান