মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৭৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৭৭। হযরত ইবন উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, সেই পানি সম্পর্কে, যা মাঠে ময়দানে জমে থাকে। আর তাতে নানা ধরনের বন্য জীব-জন্তু এমনকি কীট-পতঙ্গ এসে পানি উচ্ছিষ্ট করে। তিনি জবাবে বললেন, পানি যখন দুই কুল্লা পরিমাণ হয়, তখন তা নাপাক হয় না। -আহমদ, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, দারেমী, ইবনে মাজাহ
كتاب الطهارة
عَنِ ابْنِ عُمَرَ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَاءِ يَكُونُ فِي الْفَلَاةِ مِنَ الْأَرْضِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابّ وَالسِّبَاع فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ والدارمي وَابْنُ مَاجَهْ وَفِي أُخْرَى لِأَبِي دَاوُدَ: «فَإِنَّهُ لَا ينجس»
tahqiqতাহকীক:তাহকীক চলমান