মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৭৯
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৭৯। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! আমরা সমুদ্র ভ্রমণে নৌকায় আরোহণ করার সময় সাথে কিছু পরিমাণ মিঠা পানি নিয়ে থাকি। তা দ্বারা অজু করলে পিপাসার শিকার হই। এমতাবস্থায় আমরা সাগরের লবণাক্ত পানি দ্বারা অজু করতে পারব কি-না? তিনি বললেন, সমুদ্রের পানি পাক এবং তার মৃত জীব হালাল। -মালেক, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, দারেমী
كتاب الطهارة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا أفنتوضأ من مَاء الْبَحْرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ» . رَوَاهُ مَالك وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه والدارمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭৯ | মুসলিম বাংলা