মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৮৯
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮৯। হযরত ওমর ইবন খাত্তাব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রৌদ্রে গরমকৃত পানি দ্বারা গোসল করবে না। কারণ তাতে কুষ্ঠ রোগ দেখা দেয়। —দারে কুতনী
كتاب الطهارة
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَا تَغْتَسِلُوا بِالْمَاءِ الْمُشَمَّسِ فَإِنَّهُ يُورِثُ البرص. رَوَاهُ الدَّارَقُطْنِيّ