মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫০৪
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৪। হযরত উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, তাকে একটি স্ত্রীলোক বলল, আমি আমার কাপড়ের আঁচল ঝুলিয়ে দেই আর নাপাক স্থানে চলাফেরা করি। (এমতাবস্থায় আমার) কি করতে হবে? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পরবর্তী পবিত্র স্থানের মাটি তাকে পাক করে দিবে।-মালেক, আহমদ, তিরমিযী, আবু দাউদ, দারেমী
كتاب الطهارة
وَعَن أم سَلمَة قَالَتْ لَهَا امْرَأَةٌ: إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي وَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطَهِّرُهُ مَا بَعْدَهُ» . رَوَاهُ مَالِكٌ وَأَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ وَقَالا: الْمَرْأَة أم ولد لإِبْرَاهِيم ابْن عبد الرَّحْمَن بن عَوْف
tahqiqতাহকীক:তাহকীক চলমান