মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫০৮
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৮। হযরত আব্দুল্লাহ ইবনে উকাইম (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমাদের নিকট এই মর্মে রাসূলুল্লাহ (ﷺ)-এর (একটি) পত্র পৌঁছেছিল যে, মৃতের চামড়া বা রগ কোন কাজে ব্যবহার করবে না। (তা পাক করার পূর্বে) –তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ
كتاب الطهارة
وَعَن عبد الله بن عكيم قَالَ: أَتَانَا كِتَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ لَا تَنْتَفِعُوا مِنَ الْمَيْتَةِ بِإِهَابٍ وَلَا عَصَبٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান