মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫১০
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫১০। হযরত মায়মুনাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (একদা) কতিপয় কুরাইশ তাদের একটি গাধাসদৃশ (বিরাট) মৃত বকরী টানতে টানতে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট দিয়ে নিয়ে যাচ্ছিল। তখন তিনি তাদেরকে বললেন, তোমরা এর চামড়াটি রেখে দিলে ভাল করতে। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! বকরীটি তো মৃত । তিনি বললেন, পানি আর সলম বৃক্ষের পাতা দ্বারা একে পাক করা যায়। -আহমদ, আবু দাউদ
كتاب الطهارة
وَعَن مَيْمُونَة مر على النَّبِي الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رِجَالٌ مِنْ قُرَيْشٍ يَجُرُّونَ شَاةً لَهُمْ مِثْلَ الْحِمَارِ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَخَذْتُمْ إِهَابَهَا» قَالُوا إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطَهِّرُهَا الْمَاءُ والقرظ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد