মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫১৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৯. প্রথম অনুচ্ছেদ - মোজার উপর মাসাহ করা
৫১৭। হযরত শুরাইহ ইবন হানী বলেছেন, আমি হযরত আলী ইবন আবু তালিব (রাযিঃ)-কে মোজার উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) তা মুসাফিরের জন্য তিনদিন তিনরাত্র এবং মুকীমের জন্য একদিন একরাত্র নির্ধারণ করে দিয়েছেন। -মুসলিম
كتاب الطهارة
بَابُ الْمَسْحِ عَلَى الْخُفَيَّنِ
عَن شُرَيْح بن هَانِئ قَالَ: سَأَلْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ: جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)