মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫৪০
- পাক-পবিত্রতার অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - গোসলের সুন্নত নিয়ম
৫৪০। হযরত সামুরাহ ইবনে জুনদুব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমু'আর দিনে (শুধু) অজু করল, তা তার জন্য যথেষ্ট এবং উত্তম। আর যে ব্যক্তি গোসল করল তা হল তার জন্য অতি উত্তম। –আহমদ, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, দারেমী
كتاب الطهارة
عَن سَمُرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَوَضَّأَ يَوْمَ الْجُمُعَةِ فَبِهَا وَنِعْمَتْ وَمَنِ اغْتَسَلَ فَالْغُسْلُ أَفْضَلُ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ والدارمي