মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫৪৯
- পাক-পবিত্রতার অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - হায়য-এর বর্ণনা
৫৪৯। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার নবী পাক (ﷺ) আমাকে বললেন, মসজিদ হতে আমাকে মাদুরটি দাও। আমি বললাম, আমি যে হায়েজাক্রান্ত। (তা শুনে) তিনি বললেন, তোমার হায়েজ তো তোমার হাতে নয়। -মুসলিম
كتاب الطهارة
بَابُ الْحَيْضِ
وَعَنْهَا قَالَتْ: قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ» . فَقُلْتُ: إِنِّي حَائِضٌ فَقَالَ: «إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يدك» . رَوَاهُ مُسلم