মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫৫২
- পাক-পবিত্রতার অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - হায়য-এর বর্ণনা
৫৫২। হযরত মুআয ইবন জাবাল (রাযিঃ) বলেন যে, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমার স্ত্রীর হায়েজ অবস্থায় তার সাথে আমার কি কি কাজ বৈধ? তিনি বললেন, কাপড়ের উপরে (যাই করতে চাও, তা বৈধ) তবে তা হতেও বেঁচে থাকা উত্তম। -রাযীন
কিন্তু মুহীউস্ সুন্নাহ বলেন, এর সনদ মজবুত নয়।
কিন্তু মুহীউস্ সুন্নাহ বলেন, এর সনদ মজবুত নয়।
كتاب الطهارة
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قُلْتُ: يَا رَسُول الله مَا تحل لِي مِنِ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ؟ قَالَ: «مَا فَوْقَ الْإِزَارِ وَالتَّعَفُّفُ عَنْ ذَلِكَ أَفْضَلُ» . رَوَاهُ رَزِينٌ وَقَالَ مُحْيِي السُّنَّةِ: إِسْنَادُهُ لَيْسَ بِقَوِيٍّ