মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫৬৩
- পাক-পবিত্রতার অধ্যায়
১৩. তৃতীয় অনুচ্ছেদ - রক্তপ্রদর রোগিণী
৫৬৩। আবু দাউদ এটাও বলেছেন যে, মুজাহিদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেছেন, যখন ফাতিমার জন্য প্রত্যেক নামাযের জন্য পৃথক পৃথক গোসল করা কঠিন হয়ে পড়েছিল, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে দুই দুই নামায একসাথে পড়তে নির্দেশ দিয়েছিলেন।
كتاب الطهارة
رَوَى مُجَاهِدٌ عَنِ ابْنِ عَبَّاسٍ: لَمَّا اشْتَدَّ عَلَيْهَا الْغُسْلُ أَمَرَهَا أَنْ تَجْمَعَ بَيْنَ الصَّلَاتَيْنِ