মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬২০
- নামাযের অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৬২০। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, গরমের সময় রাসূলুল্লাহ (ﷺ) নামায (একটু) ঠাণ্ডা সময়ে পড়তেন। (অর্থাৎ বিলম্বে পড়তেন)। আর ঠাণ্ডার সময় নামায তাড়াতাড়ি পড়তেন। -নাসায়ী
كتاب الصلاة
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ الْحَرُّ أَبْرَدَ بِالصَّلَاةِ وَإِذَا كَانَ الْبَرْدُ عَجَّلَ. رَوَاهُ النَّسَائِيُّ