মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৫৩
- নামাযের অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - আযান
৬৫৩। হযরত আব্দুর রহমান সা'দ ইবনে আম্মার ইবনে সা'দ-রাসূলুল্লাহ (ﷺ)-এর মুয়াযযিন। তিনি বলেছেন, আমার পিতা তার পিতার সূত্রে তার দাদা সা'দ হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বেলালকে নির্দেশ দিলেন, তার দুই আঙ্গুলকে দুইকানের মধ্যে সংস্থাপন করতে এবং বললেন, এটা তোমার কণ্ঠস্বরকে বাড়িয়ে দিবে। —ইবনে মাজাহ
كتاب الصلاة
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدٍ مُؤَذِّنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِلَالًا أَنْ يَجْعَلَ أُصْبُعَيْهِ فِي أُذُنَيْهِ وَقَالَ: «إِنَّه أرفع لصوتك» . رَوَاهُ ابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, আযানের সময় কানে আঙ্গুল দেয়া সুন্নাত। আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৮৮)
tahqiqতাহকীক:তাহকীক চলমান