মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৫৯
- নামাযের অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৫৯। হযরত ওকবাহ ইবনে আমের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ (ﷺ)-কে একটি রেশমের আবা হাদিয়া দেয়া হলো। তিনি তা পরিধান করতঃ নামায পড়লেন। নামাযের পরে তা ব্যতিব্যস্তভাবে খুলে ফেললেন। (মনে হতেছিল) যেন তা তাঁর খুবই অপছন্দের বস্তু। তিনি বললেন, এটা খোদাভীরুদের জন্য নয়। —বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ السَّتْرِ
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُّوجَ حَرِيرٍ فَلَبِسَهُ ثُمَّ صَلَّى فِيهِ ثُمَّ انْصَرَفَ فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالْكَارِهِ لَهُ ثمَّ قَالَ:   لَا يَنْبَغِي هَذَا لِلْمُتقين