মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৬৬
- নামাযের অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৬৬। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদেরকে নিয়ে নামায পড়ছিলেন। এমন সময় তিনি তার জুতা জোড়া খুলে বামদিকে রাখলেন। এটা দেখে লোকজনও তাদের জুতাসমূহ খুলে রাখল। নামাযান্তে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তোমাদের জুতাগুলো খুলে রাখলে কেন? তারা বলল, আপনাকে জুতা খুলে রাখতে দেখে আমরাও খুলে রেখেছি। তিনি বললেন, আমাকে জিবরাঈল এসে জানিয়ে দিয়েছিল যে, আপনার পাদুকায় ময়লা রয়েছে। তোমাদের কেউ যখন মসজিদে আসবে তখন দেখবে, যদি তার জুতায় ময়লা থাকে তাহলে যেন তা মুছে পরিষ্কার করে ফেলবে এবং জুতা পরেই নামায পড়বে। -আবু দাউদ, দারেমী
كتاب الصلاة
وَعَن أبي سعيد الْخُدْرِيّ قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِأَصْحَابِهِ إِذْ خلع نَعْلَيْه فَوَضَعَهُمَا عَنْ يَسَارِهِ فَلَمَّا رَأَى ذَلِكَ الْقَوْمُ أَلْقَوْا نِعَالَهُمْ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ: «مَا حَمَلَكُمْ على إلقائكم نعالكم؟» قَالُوا: رَأَيْنَاك ألقيت نعليك فَأَلْقَيْنَا نِعَالَنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ جِبْرِيلَ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ فيهمَا قذرا إِذا جَاءَ أحدكُم إِلَى الْمَسْجِدَ فَلْيَنْظُرْ فَإِنْ رَأَى فِي نَعْلَيْهِ قَذَرًا أَو أَذَى فَلْيَمْسَحْهُ وَلِيُصَلِّ فِيهِمَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ