মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৭০
- নামাযের অধ্যায়
৮. তৃতীয় অনুচ্ছেদ - সাত্‌র (সতর)
৭৭০। হযরত মুহাম্মাদ ইবনে মুনকাদির বলেছেন, একদা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) আমাদের সাথে একটি মাত্র লুঙ্গি পরে নামায পড়লেন। যার গিট লাগানো ছিল পিছনে ঘাড়ের উপর। তখন তাঁর অন্যান্য কাপড়ও খুঁটির উপর রাখা ছিল। এতে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, আপনি শুধু এক কাপড়েই নামায পড়লেন কেন? তিনি জবাবে বললেন, এটা আমি এজন্য করেছি, যাতে তোমার ন্যায় অজ্ঞ ব্যক্তি তা দেখে। রাসূলুল্লাহ (ﷺ)-এর যমানায় আমাদের কয়জনেরইবা দু'টো কাপড় ছিল? -বুখারী
كتاب الصلاة
وَعَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ: صَلَّى جَابِرٌ فِي إِزَارٍ قَدْ عَقَدَهُ مِنْ قِبَلِ قَفَاهُ وثيابه مَوْضُوعَة على المشجب قَالَ لَهُ قَائِلٌ تُصَلِّي فِي إِزَارٍ وَاحِدٍ فَقَالَ إِنَّمَا صَنَعْتُ ذَلِكَ لِيَرَانِيَ أَحْمَقُ مِثْلُكَ وَأَيُّنَا كَانَ لَهُ ثَوْبَانِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)