মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮১১
- নামাযের অধ্যায়
১০. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের নিয়ম-কানুন
৮১১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার আমাদেরকে যোহরের নামায পড়ালেন। তখন এক ব্যক্তি সর্ব পেছনের কাতারে ছিল এবং নামায যেনতেনভাবে আদায় করছিল। নামাযের সালাম ফিরাবার পর রাসূলুল্লাহ (ﷺ) তাকে ডাকলেন, হে অমুক! তুমি কি আল্লাহকে ভয় কর না? তুমি কি তোমার নামাযের দিকে লক্ষ্য রাখ না? তোমরা মনে করছ যে তোমাদের কার্যকলাপ আমার অজ্ঞাত থাকে? আল্লাহর কসম! নিশ্চয়ই আমি আমার পিছনের দিকও দেখি, যেভাবে আমার সম্মুখের দিক দেখি। -আহমদ
كتاب الصلاة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظّهْر وَفِي مُؤخر الصُّفُوف رجل فَأَسَاءَ الصَّلَاةَ فَلَمَّا سَلَّمَ نَادَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا فُلَانُ أَلَا تَتَّقِي اللَّهَ؟ أَلَا تَرَى كَيْفَ تُصَلِّي؟ إِنَّكُمْ تُرَوْنَ أَنَّهُ يَخْفَى عَلَيَّ شَيْءٌ مِمَّا تَصْنَعُونَ وَاللَّهِ إِنِّي لَأَرَى مِنْ خَلْفِي كَمَا أَرَى من بَين يَدي» رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৮১১ | মুসলিম বাংলা