মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৩৭
- নামাযের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - সালাতে ক্বিরাআতের বর্ণনা
৮৩৭। হযরত আব্দুল্লাহ ইবনে সায়েব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, মক্কা শরীফে রাসূলুল্লাহ (ﷺ) ফজরের নামাযে আমাদের ইমামতি করলেন এবং সূরা আল মু'মিনূন পড়তে শুরু করলেন। যখন তিনি হযরত মুসা এবং হযরত হারুনের অথবা হযরত ঈসার বর্ণনা পর্যন্ত পৌঁছলেন, তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। অতঃপর তিনি রুকূতে চলে গেলেন। -মুসলিম
كتاب الصلاة
بَابُ الْقِرَاءَةِ فِى الصَّلَاةِ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ قَالَ: صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ بِمَكَّةَ فَاسْتَفْتَحَ سُورَةَ (الْمُؤْمِنِينَ)
حَتَّى جَاءَ ذِكْرُ مُوسَى وَهَارُونَ أَوْ ذِكْرُ عِيسَى أَخَذَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَعْلَةٌ فَرَكَعَ. رَوَاهُ مُسلم
حَتَّى جَاءَ ذِكْرُ مُوسَى وَهَارُونَ أَوْ ذِكْرُ عِيسَى أَخَذَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَعْلَةٌ فَرَكَعَ. رَوَاهُ مُسلم