মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৭৬
- নামাযের অধ্যায়
১৩. প্রথম অনুচ্ছেদ - রুকূ‘
৮৭৬। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) রুকূ হতে মাথা উঠানোর সময় বলতেন, “হে আল্লাহ্! হে আমার প্রভু! তোমারই প্রশংসা আসমান পূর্ণ এবং যমিন পূর্ণ। আর তুমি যা চাও, তা পূর্ণ। হে প্রশংসা এবং মর্যাদার অধিকারী! মানুষ যা বলে তুমি তা অপেক্ষা অধিক উপযুক্ত। আমরা সকলেই তোমার বান্দা, হে আল্লাহ্! তুমি যা দিবে তাতে বাধ সাধবার কেউই নেই। তুমি যাতে বাধা দিবে তা দেবারও কেউ নেই এবং কোন বিত্তবানকেই তার বিত্ত বৈভব তোমার শাস্তি হতে রক্ষা করতে পারবে না। -মুসলিম
كتاب الصلاة
بَابُ الرُّكُوْعِ
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: «اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ أَهْلُ الثَّنَاءِ وَالْمَجْدِ أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ وَكُلُّنَا لَكَ عَبْدٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجد» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৮৭৬ | মুসলিম বাংলা