মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৮৬
- নামাযের অধ্যায়
১৩. তৃতীয় অনুচ্ছেদ - রুকূ‘
৮৮৬। হযরত নো'মান ইবনে মুররাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) একদা সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, তোমরা শরাবখোর, ব্যভিচারী এবং চোরের শাস্তি সম্পর্কে কি ধারণা কর? (ঐ সময় পর্যন্ত ইহাদের শাস্তি সম্পর্কে কুরআনে পাকের শেষ আয়াত নাযিল হয় নি) সাহাবীগণ বললেন, আল্লাহ্ এবং তাঁর রাসূলই এই সম্পর্কে ভাল জানেন। তিনি (ﷺ) বললেন, এগুলো হল, জঘন্য অপরাধ। আর এগুলোর জন্যে শাস্তি ভোগ করতে হবে। তবে সর্বাধিক জঘন্য চুরি, তার চুরি, যে তার নামাযের অংশ চুরি করে। সাহাবীগণ আরজ করলেন, নামাযের অংশ কিভাবে চুরি করা হয় ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। তিনি বললেন, সে তার নামাযের রুকূ ও সিজদাহ পূর্ণ করে না। মালেক, দারেমী
كتاب الصلاة
وَعَن النُّعْمَان بن مرّة أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا تَرَوْنَ فِي الشَّارِبِ وَالزَّانِي وَالسَّارِقِ؟ وَذَلِكَ قَبْلَ أَنْ تُنْزَلَ فِيهِمُ الْحُدُودُ قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «هُنَّ فَوَاحِشُ وَفِيهِنَّ عُقُوبَةٌ وَأَسْوَأُ السَّرِقَةِ الَّذِي يَسْرِقُ مِنْ صَلَاتِهِ» . قَالُوا: وَكَيف يسرق م صَلَاتِهِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لَا يُتِمُّ ركوعها وَلَا سجودها» . رَوَاهُ مَالك وَأحمد وروى الدَّارمِيّ نَحوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৮৮৬ | মুসলিম বাংলা