মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৯০
- নামাযের অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৮৯০। উম্মুল মু'মিনীন হযরত মায়মুনাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) সিজদাহ করার সময় হস্তদ্বয় যমিন এবং পেট হতে পৃথক রাখতেন। এমন কি বকরীর বাচ্চা তাঁর হাতের মাঝ দিয়ে যেতে চাইলেও যেতে পারত। এটা আবু দাউদের ভাষ্য। যেমন ইমাম বাগাবী শরহে সুন্নাহ সনদ সহকারে বর্ণনা করেছেন। মুসলিমের বর্ণনায় তার অর্থে রয়েছে, হযরত মায়মুনাহ (রাযিঃ) বলেন, নবী পাক (ﷺ) সিজদাহ করবার সময় তাঁর দু'হাতের মধ্য দিয়ে বকরীর বাচ্চা অতিক্রম করতে চাইলে তা করতে পারত।
كتاب الصلاة
بَابُ الْسُّجُوْدِ وَفَضْلِه
وَعَن مَيْمُونَة قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ جَافَى بَيْنَ يَدَيْهِ حَتَّى لَوْ أَنَّ بَهْمَةً أَرَادَتْ أَنْ تَمُرَّ تَحْتَ يَدَيْهِ مرت. هَذَا لفظ أبي دَاوُد كَمَا صَرَّحَ فِي شَرْحِ السُّنَّةِ بِإِسْنَادِهِ وَلِمُسْلِمٍ بِمَعْنَاهُ: قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سجد لوشاءت بهمة أَن تمر بَين يَدَيْهِ لمرت

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, সিজদায় পেট রান থেকে পৃথক রাখতে হবে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫০৩) এ বিষয়টি আরো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে হযরত আবু হুমায়েদ রা. থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদীসে। সে বর্ণনায় তিনি বলেন, রসূলুল্লাহ স. যখন সিজদা করতেন তখন দুই রান এমনভাবে ফাঁকা রাখতেন যে, পেটের কোন অংশ রানের উপর চাপাতেন না। (আবু দাউদ: ৭৩৫)। তবে নারীদের ক্ষেত্রে মাসআলা ব্যতিক্রম। তারা পেট রানের সঙ্গে মিলিয়ে জড়োসড়ো হয়ে থাকবে। (শামী: ১/৫০৪)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)