মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৯২
- নামাযের অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৮৯২। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) সিজদায় বলতেন, হে আল্লাহ্! তুমি আমার ছোট-বড় যাবতীয় গুনাহ মাফ কর। পূর্ববর্তী গুনাহ, পরবর্তী গুনাহ, প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ। -মুসলিম
كتاب الصلاة
بَابُ الْسُّجُوْدِ وَفَضْلِه
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي سُجُودِهِ: «اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخره وعلانيته وسره» . رَوَاهُ مُسلم