মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৫০
- নামাযের অধ্যায়
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৫০। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে ডানদিকে (এইরূপ ঘাড় ফিরিয়ে) সালাম করতেন এবং বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাতে তাঁর ডান গণ্ডদেশের শুভ্রতা পরিদৃষ্ট হত। এভাবে বামদিকে সালাম ফেরাতেন এবং বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাতে তাঁর বাম গণ্ডদেশের শুভ্রতা পরিদৃষ্ট হত। -আবু দাউদ, নাসায়ী, তিরমিযী
কিন্তু তিরমিযী “তাঁর গণ্ডদেশের শুভ্রতা দেখা যেত" কথাটি উল্লেখ করেন নি।
كتاب الصلاة
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ: «السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ» حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْمَنِ وَعَنْ يَسَارِهِ: «السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ» حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْسَرِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَلَمْ يَذْكُرِ التِّرْمِذِيُّ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান