মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৭০
- নামাযের অধ্যায়
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের পর যিকর-আযকার
৯৭০। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যারা ফজরের নামাযের পর হতে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর স্মরণ করে, তাদের সাথে শরীক হওয়াকে আমি ইসমাঈলের বংশীয় চারজন লোক মুক্ত করা হতেও উত্তম মনে করি। এইভাবে আমি যারা আছরের নামাযের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত বসে আল্লাহ্ স্মরণ করে তাদের সাথে শরীক হওয়াকে চারজন গোলাম মুক্ত করা হতে উত্তম মনে করি। -আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنْ أَقْعُدَ مَعَ قَوْمٍ يَذْكُرُونَ اللَّهَ مِنْ صَلَاةِ الْغَدَاةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أُعْتِقَ أَرْبَعَةً مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَلَأَنْ أَقْعُدَ مَعَ قَوْمٍ يَذْكُرُونَ اللَّهَ مِنْ صَلَاةِ الْعَصْرِ إِلَى أَنْ تَغْرُبَ الشَّمْسُ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أُعْتِقَ أَرْبَعَة» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৯৭০ | মুসলিম বাংলা