মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৮৭
- নামাযের অধ্যায়
১৯. প্রথম অনুচ্ছেদ - সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েয ও যে সব কাজ করা জায়েয
৯৮৭। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, গত রাতে একটি অসৎ জিন এসেছিল আমার নামাযের ক্ষতি করার জন্যে। তবে আল্লাহ্ পাকের ক্ষমতাবলে আমি তাকে ধরে ফেলি। জিনটিকে আমি মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখার ইচ্ছা করেছিলাম, যেন তোমরা সকলে জিনটিকে দেখতে পাও; কিন্তু যখন আমার ভাই সোলায়মান (আঃ)-এর দোয়া আমার স্মরণে এল যে, হে প্রতিপালক! আমাকে এমন একটি রাজত্ব দান কর, যেমনটি আমার পর আর কারো না হয়। তার এই দোয়ার কারণেই আমি জ্বিনটিকে অপদস্থ করে ছেড়ে দিলাম। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ مَا لَا يَجُوْزُ مِنَ الْعَمَلِ فِي الصَّلَاةِ وَمَا يُبَاحُ مِنْهُ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ عِفْرِيتًا مِنَ الْجِنِّ تَفَلَّتَ الْبَارِحَةَ لِيَقْطَعَ عَلَيَّ صَلَاتِي فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ فَأَخَذْتُهُ فَأَرَدْتُ أَنْ أَرْبِطَهُ عَلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ حَتَّى تَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ فَذَكَرْتُ دَعْوَةَ أَخِي سُلَيْمَانَ: (رَبِّ هَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي)

فَرَدَدْتُهُ خَاسِئًا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৯৮৭ | মুসলিম বাংলা