মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪৮
- নামাযের অধ্যায়
২২. তৃতীয় অনুচ্ছেদ - সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ
১০৪৮। সাহাবী হযরত আব্দুল্লাহ ছুনাবেহী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, সূর্য উদয় হতে থাকে আর শয়তানের শিং তার সাথে যুক্ত থাকে। সূর্য কিছু উপরে উঠলে শয়তান তা হতে পৃথক হয়ে যায়। অতঃপর সূর্য স্থির হলে শয়তান এসে তার সাথে যুক্ত হয়। যখন সূর্য ঢলে যায় শয়তান পৃথক হয়ে যায়। আবার যখন সূর্য ডুবতে থাকে শয়তান এসে তার সাথে যুক্ত হয়। সূর্য ডুবে গেলে পুনরায় সে পৃথক হয়ে যায়। (আব্দুল্লাহ বলেন) রাসূলুল্লাহ (ﷺ) এ সময় নামায পড়তে নিষেধ করেছেন। -মালেক, আহমদ, নাসায়ী
كتاب الصلاة
عَن عبد الله الصنَابحِي قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ تَطْلُعُ وَمَعَهَا قَرْنُ الشَّيْطَانِ فَإِذَا ارْتَفَعَتْ فَارَقَهَا ثُمَّ إِذَا اسْتَوَتْ قَارَنَهَا فَإِذا زَالَت فَارقهَا فَإِذَا دَنَتْ لِلْغُرُوبِ قَارَنَهَا فَإِذَا غَرَبَتْ فَارَقَهَا» . وَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلَاةِ فِي تِلْكَ السَّاعَاتِ. رَوَاهُ مَالِكٌ وَأحمد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান