মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৯৫
- নামাযের অধ্যায়
২৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১০৯৫। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেনঃ আল্লাহ্ এবং তাঁহার ফিরিশতাগণ 'সালাত' পাঠান সেই সকল লোকের প্রতি যাহারা প্রথম ছফসমূহের নিকটবর্তী এবং আল্লাহর নিকট সেই পা বাড়ানোর ন্যায় কোন পা বাড়ানই এত অধিক প্রিয় নহে যাহা ছফ ঠিক করার নিমিত্ত বাড়ান হইয়া থাকে। —আবু দাউদ
كتاب الصلاة
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَلُونَ الصُّفُوفَ الْأُولَى وَمَا مِنْ خُطْوَةٍ أَحَبُّ إِلَى اللَّهِ من خطْوَة يمشيها يصل العَبْد بهَا صفا» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
‘সালাত' শব্দের বিভিন্ন অর্থ রহিয়াছে। ‘আল্লাহর সালাত' অর্থে তাহার রহমতকে বুঝায় এবং ‘ফেরেশতার সালাত' অর্থে তাঁহাদের দো'আ।