মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯৮
- নামাযের অধ্যায়
২৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১০৯৮। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আপন ডান দিকের প্রতি লক্ষ্য করিয়া বলিতেন, 'সোজা হইয়া দাঁড়াও, তোমাদের ছফ ঠিক কর।' এইরূপে বাম দিকের প্রতি লক্ষ্য করিয়া বলিতেন, 'সোজা হইয়া দাঁড়াও, তোমাদের ছফ ঠিক কর।' –আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَنْ يَمِينِهِ: «اعْتَدِلُوا سَوُّوا صُفُوفَكُمْ» . وَعَنْ يَسَارِهِ: «اعْتَدِلُوا سَوُّوا صُفُوفَكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান