মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২০৭
- নামাযের অধ্যায়
৩১. তৃতীয় অনুচ্ছেদ - রাতের সালাত
১২০৭। হযরত মাসরূক তাবেয়ী বলেন, একদা আমি হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করিলাম, কোন্ আমল (কার্য) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট অধিকতর পছন্দনীয় ছিল? তিনি বলিলেন, যাহা সর্বদা করা হয়। অতঃপর আমি জিজ্ঞাসা করিলাম, তিনি রাতে কখন (এবাদতের জন্য) উঠিতেন? তিনি বলিলেন, যখন মোরগের আওয়ায শুনিতেন। —মোত্তাঃ
كتاب الصلاة
عَنْ مَسْرُوقٍ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: أَيُّ الْعَمَلِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: الدَّائِمُ قُلْتُ: فَأَيُّ حِينَ كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ؟ قَالَتْ: كَانَ يَقُومُ إِذا سمع الصَّارِخ

হাদীসের ব্যাখ্যা:

(ক) যে এবাদত বিনা কামাইয়ে রোজ করা হয় তাহাই উত্তম—যদিও উহা সামান্য হয়। (খ) সকল দেশের মোরগের অভ্যাস সমান নহে। সম্ভবত তথাকার মোরগ রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকিতেই ডাকিত।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)