মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২১৪
- নামাযের অধ্যায়
৩২. দ্বিতীয় অনুচ্ছেদ - রাতের সালাতে যা পড়তেন
১২১৪। হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন রাতে জাগরিত হইতেন, বলিতেন, “ (হে খোদা!) তুমি ব্যতীত কোন মা'বূদ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি তোমার প্রশংসার সহিত। আমি তোমার নিকট ক্ষমা চাহি আমার অপরাধের জন্য এবং প্রার্থনা করি তোমার রহমত। হে খোদা! বৃদ্ধি কর তুমি আমার জ্ঞান, বিপথগামী করিও না আমার অন্তরকে যখন তুমি দেখাইয়াছ আমায় সৎপথ এবং দান কর আমায় তোমার পক্ষ হইতে রহমত। কেননা, তুমি হইলে বড় দাতা।” – আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَيْقَظَ مِنَ اللَّيْلِ قَالَ: «لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ لِذَنْبِي وَأَسْأَلُكَ رَحْمَتَكَ اللَّهُمَّ زِدْنِي عِلْمًا وَلَا تُزِغْ قَلْبِي بَعْدَ إِذْ هَدَيْتَنِي وَهَبْ لِي مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

আমাদের শিক্ষার জন্যই হুযূর (ﷺ) অপরাধের ক্ষমা প্রার্থনা করিয়াছেন। তাঁহার কোন অপরাধ ছিল না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান