মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২২৮
- নামাযের অধ্যায়
৩৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২২৮। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন ব্যক্তি—ইহাদের প্রতি আল্লাহ্ তা'আলা হাসেন (খুশী হন)। (১) কোন ব্যক্তি—যখন সে রাতে নামাযের জন্য উঠে, (২) লোক—যখন তাহারা নামাযের জন্য ছফ বাঁধে এবং (৩) গাযীদল—যখন তাহারা শত্রু বধের জন্য সারিবদ্ধ হয়। — শরহে সুন্নাহ্
كتاب الصلاة
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثَةٌ يَضْحَكُ اللَّهُ إِلَيْهِمْ الرَّجُلُ إِذَا قَامَ بِاللَّيْلِ يُصَلِّي وَالْقَوْمُ إِذَا صَفُّوا فِي الصَّلَاةِ وَالْقَوْمُ إِذَا صَفُّوا فِي قِتَالِ الْعَدُوِّ. رَوَاهُ فِي شَرْحِ السّنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান