মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৭৪
- নামাযের অধ্যায়
৩৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৭৪। হযরত উবাই ইবনে কা'ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন বিতির নামাযের সালাম ফিরাইতেন বলিতেনঃ 'সোবহানাল মালিকিল কুদ্দুস'। —আবু দাউদ ও নাসায়ী
কিন্তু নাসায়ী অধিক বর্ণনা করিয়াছেন, (হুযূর ইহা বলিতেন) তিনবার দীর্ঘভাবে।
কিন্তু নাসায়ী অধিক বর্ণনা করিয়াছেন, (হুযূর ইহা বলিতেন) তিনবার দীর্ঘভাবে।
كتاب الصلاة
وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ فِي الْوتر قَالَ: «سُبْحَانَكَ الْمَلِكِ الْقُدُّوسِ» رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَزَادَ: ثَلَاث مَرَّات يُطِيل فِي آخِرهنَّ