মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৮২
- নামাযের অধ্যায়
৩৫. তৃতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৮২। তাবেয়ী হযরত নাফে' বলেন, আমি একবার হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমরের সহিত মক্কায় ছিলাম, রাত্রি ছিল তখন মেঘাচ্ছন্ন; তিনি আশংকা করিলেন, বুঝি ভোর হইয়া গিয়াছে (অতএব, তাহাজ্জুদ ছাড়িয়া তাড়াতাড়ি) এক রাকআত বিতির পড়িয়া লইলেন। পরে আকাশ পরিষ্কার হইয়া গেল, তিনি দেখিলেন রাত্রি আছে। এবার তিনি আর এক রাকআত পড়িয়া (পূর্বের বিজোড় এক রাকআতকে) জোড় করিয়া লইলেন। অতঃপর দুই রাকআত করিয়া (তাহাজ্জুদ) পড়িলেন। পুনরায় যখন ভোর হইবার আশংকা করিলেন এক রাকআত বিতির পড়িলেন। —মালেক
كتاب الصلاة
وَعَنْ نَافِعٍ قَالَ: كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ بِمَكَّةَ وَالسَّمَاءُ مُغَيِّمَةٌ فَخَشِيَ الصُّبْحَ فَأَوْتَرَ بِوَاحِدَةٍ ثُمَّ انْكَشَفَ فَرَأَى أَنَّ عَلَيْهِ لَيْلًا فَشَفَعَ بِوَاحِدَةٍ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فَلَمَّا خَشِيَ الصُّبْح أوتر بِوَاحِدَة. رَوَاهُ مَالك