মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৯৩
- নামাযের অধ্যায়
৩৬. তৃতীয় অনুচ্ছেদ - দুআ কুনূত
১২৯৩। হযরত হাসান বসরী (রঃ) হইতে বর্ণিত আছে, হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) লোকদিগকে হযরত উবাই ইবনে কা'ব সাহাবীর পিছনে (তারাবীর নামায পড়িতে) একত্রিত করেন। তিনি বিশ দিন যাবৎ তাঁহাদের নামায পড়াইতেন; কিন্তু (রমযানের) শেষার্ধ (আরম্ভ হওয়া) ব্যতীত কোন দিন কুনূত পড়িতেন না। যখন রমযানের শেষ দশ দিন উপস্থিত হইত তিনি (মসজিদে উপস্থিত হইতে) বিরত থাকিতেন এবং নিজের ঘরে নামায পড়িতেন। ইহাতে লোকেরা বলিত, উবাই পলায়ন করিয়াছে। –আবু দাউদ
كتاب الصلاة
عَن الْحسن: أَن عمر بن الْخطاب جَمَعَ النَّاسَ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ فَكَانَ يُصَلِّي بِهِمْ عِشْرِينَ لَيْلَةً وَلَا يَقْنُتُ بِهِمْ إِلَّا فِي النِّصْفِ الْبَاقِي فَإِذَا كَانَتِ الْعَشْرُ الْأَوَاخِرُ تَخَلَّفَ فَصَلَّى فِي بَيْتِهِ فَكَانُوا يَقُولُونَ: أبق أبي. رَوَاهُ أَبُو دَاوُد